শ্যাম সুন্দর থান কোঠাবাড়ি,হেলাতলা , কলারোয়া,সাতক্ষীরা।
কোটাবাড়ি মঠ নামে পরিচিত। কথিত
আছে, বুদ্ধদেবের শিষ্যরা বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য এই মঠটি তৈরি করেন। কিন্তু ধর্মচর্চার জন্য পরবর্তী পরিবেশ অনুকূল না
হওয়ার তারা চলে যান। পরিত্যক্ত অবস্তায় অনেক দিন পড়ে থাকার পর ১৭৬৭ সালে জমিদার দূর্গাপ্রিয় চৌধুরীর পূর্ব পুরুষরা পুন
নির্মাণ করে এটি মন্দিরে পরিণত করেন । তিনতালা মন্দিরটির দোতলার দোলনায় থাকতো সোনার তৈরি রাধা -কৃষ্ণের মূর্তি।
১১৯৫ বঙ্গাদে মন্দির সংলগ্ন একটি দোতলা ভোগ রান্নার মন্দির তৈরি করা হয়। মন্দিরের পূর্ব পাশে বারোটি ঘরে বারোটি কষ্টি
পাথরের শিবলিঙ্গ ছিল। কলারোয়া থানা থেকে প্রায় ০৪ কিঃ মিঃ পশ্চিমে এটির অবস্তান। কলারোয়া উপজেলা থেকে ভান, ইজি
বাইক, মোটর বাইক ও মাহেন্দ্রা যোগে আসা যায়।