Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাজেট

বাজেট

 

 

উপজেলা চেয়ারম্যানের বাণী

 

 

 

 

প্রাণ প্রিয় এলাকাবাসী শুরম্নতে আমার সালাম ও শুভেচ্ছা নিবেন। আমার কলারোয়া উপজেলার ০৯নং হেলাতলা ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। জয়নগর ইউনিয়ন পরিষদ ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট জনসম্মুখে প্রকাশ করতে যাচ্ছে শুনে আমি অত্র ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, জনাব মোঃ শামছুদ্দিন আল মাসুদ কে ও তার নির্বাচিত সকল  মেম্বরগণ কে সর্বোপরি ইউনিয়নবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ইউনিয়ন পরিষদ একটি স্থানীয় সরকারী প্রতিষ্ঠান। যার গোড়াপত্তন হয়েছিল ব্রিটিশ  ঔপনিবেশিক আমলে। প্রতিষ্ঠানটি নানা প্রতিকূলতার সত্ত্বেও তার প্রয়োজনীয়তা গুরম্নত্ব ক্রমশই বেড়ে চলেছে। বাজেট হল বার্ষিক সম্ভাব্য আয় ব্যয়ের আর্থিক হিসাব ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রকাশ। এই পরিকল্পনা জন সম্মুখে প্রকাশে এ প্রক্রিয়া একটি জবাবদিহিতা ও স্বচ্ছতার বহিঃ প্রকাশ।

 

জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতার এটি একটি গুরম্নত্বপূর্ণ পদÿÿপ। ০৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান, জনাব মোঃ মোয়াজ্জেম হোসেন  এর নেতৃত্বে দ্রম্নত তার সাথে এই ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম এগিয়ে যাবে এবং জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে জয়নগর ইউনিয়ন অন্যতম ভুমিকা রাখবে বলে আমি প্রত্যাশা করি।

 

 

ধন্যবাদামেত্ম

 

 

আমিনুল ইসলাম লালটু

চেয়ারম্যান

উপজেলা পরিষদ কলারোয়া

কলারোয়া, সাতÿীরা।

 

 

 

 

 

 

 

উপজেলা নির্বাহী অফিসারের বাণী

 

 

কলারোয়া উপজেলার ০৯নং হেলাতলা ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট অধিবেশন হতে যাচ্ছে জেনে আমি অত্যমত্ম আনন্দিত। এজন্য ০৯নং হেলাতলা  ইউনিয়নবাসীকে জানাই আমার অমত্মরের অমত্মঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন। এ ইউনিয়ন পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লÿÿ্য এ ইউনিয়নে প্রকাশ্য বাজেট ঘোষণা করছে। আগামী ২০২১-২০২২ অর্থ বছরের  প্রকাশ্যে বাজেট জনগণের মতামতের সুস্পষ্ট প্রতিফলন ঘটবে এবং ভাগ্যে উন্নয়নে সহায়তা করবে বলে আমার বিশ্বাস। আমি ০৯নং হেলাতলা ইউনিয়ন পরিষদের এই বাজেট উপস্থাপনে জনাব মোঃ মোয়াজ্জেম হোসেন চেয়ারম্যান ও সচিব মোঃ শফিকুল ইসলাম সাহেব সহ যারা সক্রিয় ভাবে সহযোগিতা করছেন তাদের সকলকে আমত্মরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। 

 

পরিশেষে কলারোয়া উপজেলার মধ্যে ২০২১-২০২২অর্থবছরের জয়নগর ইউনিয়ন পরিষদ আনুষ্ঠানিক ভাবে বাজেট ঘোষণা করায় উপজেলা প্রশাসনের পক্ষে থেকে রইল আমার আমত্মরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 

 

 

ধন্যবাদামেত্ম

 

 

 

 

(জুবায়ের হোসেন চৌধুরী)

উপজেলা নির্বাহী অফিসার

কলারোয়া, সাতÿীরা

 

 

 

 

 

 

 

 

 

 

জাতীয় সংসদ সদস্য মহোদয়ের বাণী

 

প্রাণপ্রিয় এলাকাবাসী শুরম্নতে আমার সালাম  ও শুভেচ্ছা নিবেন। আমার নির্বাচনী এলাকাধীন কলারোয়া উপজেলার ঐতিহ্যবাহী ০৯নং হেলাতলা ইউনিয়ন। ০৯নং হেলাতলা ইউনিয়ন পরিষদ ২০২১-২০২২ অর্থ বৎসরের জন্য প্রকাশ্যে বাজেট অধিবেশন করছে যা প্রশংসার দাবী রাখে। আমি অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মোয়াজ্জেম হোসেন ও ইউনিয়ন বাসীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বসত্মুত পরিকল্পনা জবাবদিহিতা ও স্বচ্ছতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। 

 

জননেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তথা ১৪ দলীয় সরকার ইউনিয়ন পরিষদকে উন্নয়ন ও নিম্ম আয়ের জনগণের ভাগ্য পরিবর্তনের লক্ষ সামাজিক নিরাপত্তা অব্যাহত রেখেছে। এই ধারাকে গতিশীল করার লÿÿ ইউনিয়ন পরিষদকে দায়িত্ব গ্রহণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ রাখব। ইউনিয়ন পরিষদ ও ইউনিয়নের জনগণকে অভিনন্দন।

 

 

                                                                               ধন্যবাদামেত্ম

 

 

                                                          মুসত্মফা লুৎফুলস্নাহ এমপি

                                                                          তালা-কলারোয়া-১০৫

                                                                               সাতÿীরা-১

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বানী

 

প্রিয় ইউনিয়ন পরিষদবাসী,

০৯নং হেলাতলা  ইউনিয়ন পরিষদের পÿ থেকে আপনাদের আমত্মরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের পবিত্র আমানত ভোটের মাধ্যমে নির্বাচিত হবার পর ইউনিয়নের উন্নয়ন এবং ইউনিয়নবাসীর নানামুখী সমস্যার সমাধানের জন্য আমাদের পরিষদবর্গ ও আমি আমত্মরিকভাবে চেষ্টা করে যাচ্ছি।

 

বিগত বছরগুলোতে জয়নগর ইউনিয়ন পরিষদে প্রকাশ্য বাজেট অনুষ্ঠিত হয়েছিল। সে অনুষ্ঠানগুলোতে আপনারা ব্যাপকভাবে অংশগ্রহন করে ইউনিয়ন পরিষদকে অনুপ্রাণিত করেছেন। বিগত বছরগুলোর মতো এ বছর আপনাদের সকলের সক্রিয় অংশগ্রহনের মধ্য দিয়ে সারা বছরের কার্যক্রমের বর্ননা ও জবাবদিহি করার জন্য আমরা উপস্থিত হয়েছি।  মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় অগ্রগতি সংস্থা ও ০৯নং হেলাতলা  ইউনিয়ন পরিষদের আয়োজনে  প্রকাশ্য বাজেট অনুষ্ঠিত হচ্ছে।

 

সম্মানিত ইউনিয়নবাসী,

আমরা মনে করি, জনগনের নির্বাচিত প্রতিনিধিদের প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা গনতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিনিমার্নের জন্য অপরিহার্য্য। আপনাদের কাছে আমাদের এই টুকু প্রত্যাশ্যা আছে এবং কিভাবে কাজ করলে তা আপনাদের জন্য আরো কল্যানকর হবে, এ বিষয়ে আরো মতবিনিময় করার জন্য আরো একটি বাজেট ফলো-আপ সভা আয়োজন করার সিদ্ধামত্ম নিয়েছি। আমরা পঞ্চ বাষির্কী পরিকল্পনা প্রনয়ন করেছি এবং তারই আলোকে এই উন্নয়ন কার্যক্রম বাসত্মবায়ন করার জন্য আমরা বাজেট প্রনয়ন করেছি এবং বাজেটে আপনাদের মতামত নিয়েছি। বাজেট ফলো-আপ সভার মাধ্যমে আমরা আমাদের কাজের অগ্রগতি, সুবিধা-অসুবিধাগুলো জানতে ও বুঝতে পারবো। এ পযা©র্য় সকল জনগনের মতামত ও সুপারিশ নিয়ে কাজ করতে পারলে শতাব্দির প্রাচীন এই প্রতিষ্ঠান জনগনের আশার প্রতীক হয়ে উঠবে বলে আমার বিশ^াস।

 

অত্র ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগনের আমত্মরিক সহযোহিতা আমাদের সর্বদাই কাম্য। আশা করি ইউনিয়নের উন্নয়ন এবং জনগনের কল্যানে আপনারা সর্বদাই আমাদের সহযোগিতা প্রদান করে যাবেন। বিগত বছরের ন্যায় ২০২১-২০২২ অর্থ বছরে জয়নগর ইউনিয়ন পরিষদের প্রকাশ্য বাজেট ঘোষনা করতে পেরে আমরা খুবই আনন্দিত এবং সেই সাথে ইউনিয়নবাসীকে  পরিষদ ও আমার পÿ থেকে আমত্মরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।

 

পরিশেষে বলতে চাই ওর্য়াড ভিত্তিক প্রাক-বাজেট করে প্রকাশ্য ইউনিয়ন বাজেট প্রনয়নের মাধ্যমে ইউনিয়ন পরিষদ ও জনগনের মধ্যে একটি যোগ্যসূত্র তৈরী হয়েছে এবং অত্র ইউনিয়নটি সকলের সহযোগিতায় একটি আদর্শ মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে আত্ন-প্রকাশ করবে এটাই আমরা প্রত্যাশা।

 

পরিশেষে এ প্রকাশ্য বাজেট পরিকল্পনা প্রকাশের সাথে সম্পৃক্ত সকলকে ইউনিয়ন পরিষদের পÿ থেকে আনন্দ চিত্তে অভিনন্দন জানাচ্ছি।

                                                                                                     ধন্যবাদমেত্ম

 

 

                                                                    মো: মোয়াজ্জেম হোসেন

                                                                                                      চেয়ারম্যান

                                                                                         ০১ নং জয়নগর ইউনিয়ন পরিষদ

                                                                                              কলারোয়া, সাতÿীরা।

 

 

 

নির্বাচিত জন প্রতিনিধিদের নামের তালিকাঃ

ক্রঃ নং

সদস্যদের নাম

পদবী 

মোবাঃ 

১) মোঃ মোয়াজ্জেম হোসেন চেয়ার‌ম্যান ০১৭৩৩১০৩০৩৪

02 মোঃ কামরুল জ্জামার সদস্য ১নং ওয়াড সদস্য 01734-811531 03

 মোঃ আমিরুল ইসলাম সদস্য ২নং ওয়াড সদস্য 01756014972 04

মোঃরফিকুল ইসলাম সদস্য ৩নং ওয়াড সদস্য 01711-042395 05

 মোঃ আসাদুজ্জামান আসাদ সদস্য ৪নং ওয়াড সদস্য 01750442952 06

মোঃ মোখলেছুর রহমান সদস্য ৫নং ওয়াড সদস্য 01718765277 07

মোঃ আক্তারুল ইসলাম সদস্য ৬নং ওয়াড সদস্য 01730-669113 08

মোঃ তাইজেল ইসলাম সদস্য ৭ ওয়াড সদস্য 01763-5301666 09

শেখ খায়রুল ইসলাম সদস্য ৮নং ওয়াড সদস্য 01748943081 10

মোঃ ফারুখ হোসেন সদস্য ৯নং ওয়াড সদস্য 01748-943081 11

মোছাঃ শারমিন আক্তার সদস্যা ১.২.৩নং ওয়াড সদস্য 01811-654074 12

মোছাঃ নাছিমা খাতুন সদস্যা ৪.৫.৬নং ওয়াড সদস্য 01712608468 13

 মোছাঃ নাছরিন খাতুন সদস্যা ৭.৮.৯নং ওয়াড সদস্য 01758-693379

 

২০১৯-২০২০ সালে এলজিএসপি - ৩  প্রকল্পের আওতায় ১ম কিসিত্মতে প্রাপ্ত অর্থে গৃহীত স্কীম সমূহ  

ক্রঃ

স্কীমের নাম

বরাদ্দকৃত অর্থ

ওয়ার্ড নং

  1. হেলাতলা বাজার হইতে ওব্রজবাকসা  আইল পর্যন্ত রাস্তা মেরামত
  2. দামোদরকাটি  হইতে সুইচ গেইট পর্যন্ত রাস্তা নির্মাণ
  3. ব্রজবাকসা বাজার হইতে দামোদরকাটি  পর্যন্ত রাস্তা মেরামত
  4. ব্রজবাকসা মাদ্রাসা  ব্রীজ হইতে জামালের মোড়  পর্যন্ত রাস্তা সংস্কার
  5. পচার বাড়ীর আইল হইতে গোমতী নদীর বাঁধ পর্যন্ত রাস্তা
  6. গনপতিপুর  ঈদগাহ পূর্ণ নির্মাণ

 

·  হেলাতলা  স্কুল হইতে শুভংকরকাটি  পর্যন্ত রাস্তা

·  উত্তর দিগং হইতে রঘুনাথপুর হঠাৎ পাড়া পর্যন্ত রাস্তা মেরামত

·  দঃদিগং আমজেদ বাড়ি কামালের বাড়ি পর্যন্ত রা্স্তা সংস্কার

·  ব্রজবাকসা  বাজারে টয়লেট নির্মাণ

·  ইউনিয়ন পূর্ন রং  নির্মাণ

·  হাজীর হাট  হাই স্কুলের সংস্কার

  1. গনপতিপুর  পুল হতে ছাফর আলীর বাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণ
  2. মজির বাড়ী হইতে আলী আকবর মেম্বার বাড়ী হইয়া কাদির রোড পর্যন্ত
  3. চেড়াঘাট মেম্বর বাড়ির পাশে রাস্তা নির্মনা
  4. বাবুল মেম্বার বাড়ী হইতে মাছুয়াবাদ নারায়ন মাঝির বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত
  5. ইউনিয়ন পরিষদের সামনে পুকুরের রিটার্নিং ওয়াল নির্মাণ
  1. ঝাড়ুর বাড়ী হইতে স্বর্ণকার বাড়ীর রাস্তা সংস্কার
  2. আশ্রায়ণ হইতে হাজী বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত
  3. টি. সি হইতে মোন্তাজের বাড়ী পর্যন্ত রাস্তা
  4. আব্দুল্লাহপুর হইতে ফজর আলী ফকির বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার
  5. নোয়াকান্দি প্রাঃ বিদ্যালয়ের মসজিদ উন্নয়ন
  6. খলসী হান্নান মেম্বার বাড়ী জামে মসজিদ সংস্কার
  7. হেলাতলা দঃপাড়া জামে মসজিদ উন্নয়ন

                                                 

  1. ব্রজবাকসা গোলামের বাড়ি হইতে পুল পর্যন্ত রাস্তা
  2. বুড়িরপাড় আশ্রায়নের পাশে ব্রীজ কালভার্ট নির্মাণ
  3. আশ্রায়ন প্রকল্পের টয়লেট নির্মাণ
  4. আব্দুল্লাহপুর বাচ্চু মিয়ার দোকানের পাশে ব্রীজের সাথে টয়লেট নির্মাণ
  5. কোছাবাড়ি প্রাঃ বিদ্যালয় মাঠ ভরাট
  6. কাজী হাট প্রাঃ বিদ্যালয়ের মাঠ ভরাট

   

আয়ের খাত

টাকা

ব্যয়ের খাত

টাকা

. নিজস্ব উৎসঃ      ইউনিয়ন কর, রেট ও ফিস

২,২০,০০০/=

রাজস্ব

৫,০০,০০০/=

১. বসত বাড়ীর বাৎসরিক মূল্যের উপর কর

৪০,০০০/=

১। সংস্থাপন ব্যয়

 ৫,০০,০০০/=

২. ব্যবসা, পেশা ও জীবিকার উপর কর

২০,০০০/=

ক. চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী

৫০,০০০/=

৩. অন্যান্য কর

 

খ. কর্মকর্তা/কর্মচারীদের বেতন ও ভাতা

৫০,০০০/=

৪. মটরযান ব্যতীত যানবাহনের উপর লাইসেন্স ফিস

২০,০০০/=

গ. ট্যাস্ক আদায় সংস্থাপন ব্যয়

৫০,০০০/=

. সরকারী সূত্রে অনুদান

 

ঘ. আনুষাঙ্গিক

১,০০,০০০/=

১. উন্নয়ন খাত

১২,০০,০০০/=

১. ষ্টেশনারী

 

ক. রাস্তা ঘাট মেরমত/ এলজিএসপি

 

২. বিবিধ

 

২. সংস্থাপন

 ৩,০০,০০০/=

খ. উন্নয়ন

৭০,০০০/=

ক. চেয়ারম্যান ও সদস্যবৃন্দের ভাতা

 

পূর্ত কাজ

ক. কৃষি প্রকল্প

 

১,৩০,০০০/=

সেক্রেটারী ও অন্যান্য কর্মচারীদের বেতন ভাতা

৬,০০,০০০/=

. অন্যান্য

২,০০,০০০/=

খ. স্বাস্থ্য ও পয়ঃ প্রণালী ব্যবস্থা

 

ক. ভূমি হস্তান্তর কর

 

গ. রাস্তা নির্মাণ/ মেরামত/ গৃহ নির্মাণ

১০,০০,০০০/=

গ. স্থানীয় সরকার সূত্রে

 

ঘ. শিক্ষা

২,০০,০০০/=

১. উপজেলা পরিষদ কর্তৃক প্রদত্ত টাকা

১,০০,০০০/=

গ. অন্যান্য

৫০,০০০/=

২. অন্যান্য

১,০০,০০০/=

ক. নিরীক্ষা ব্যয়

১,০০,০০০/=

 

 

খ. অন্যান্য

 

আগত তহবিল

     ১,০৪৭/=

উদ্বৃত্ত তহবিল

     ১,০৪৭/=

             সর্বমোট

২৮,০১,০৪৭/=

        সর্বমোট

২৮,০১,০৪৭/=

             সর্বমোট = আটাশ লক্ষ এক হাজার সাত চল্লিশ টাকা মাত্র।

 

 

সংযুক্তি (একাধিক)

 

 

 

 

 

 

মোঃ শফিকুল ইসলাম                                                                    মোঃ মোয়াজ্জেম হোসেন

              সচিব                                                                             চেয়ারম্যান

০৯নং হেলাতলা  ইউনিয়নপরিষদ                             ৯নং  হেলাতলা ইউনিয়নপরিষদ                                                                কলারোয়া, সাতÿীরা।                                                                     কলারোয়া, সাতÿীরা।